পটুয়াখালীতে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত ভিপি নুর

  • ডিসিট্রক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

চরবিশ্বাসে ভিপি নুরকে গণ সংবর্ধনা দেয় এলাকাবাসী/ ছবি: বার্তা২৪.কম

চরবিশ্বাসে ভিপি নুরকে গণ সংবর্ধনা দেয় এলাকাবাসী/ ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নির্বাচিত হয়ে প্রথমবারের মতো নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর চরবিশ্বাস পৌঁছেন রোববার (২ জুন) দুপুরে।

পরে চরবিশ্বাস বাজারে স্থানীয়দের আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নুরুল হক নুর। এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/02/1559471678497.jpg

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে ভিপি নুর বলেন, 'সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে, বৈষম্য নিয় কথা বলতে হবে। কারণ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ আর বিএনপির কোনো ‘হ্যাডাম’ থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছেন। কৃষকের পাশে আওয়ামী লীগ কিংবা বিএনপির কেউ দাঁড়াচ্ছেন না।'

সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন চরবিশ্বাসের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া। অনুষ্ঠানে নূরের পিতা মোঃ ইদ্রিস হাওলাদার সহ তার সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/02/1559471696248.jpg

নুর নিজের বাড়ি সফর কে কেন্দ্র করে বিভিন মহল থেকে বাধা প্রদানের ইঙ্গিত থাকলও নুর নির্বিঘ্নে বাড়ি পৌঁছান বলে জানা যায়। এর আগে রোববার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে নুর পটুয়াখালীর চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী।

সেখান থেক বিশাল মোটর সাইকেল শোডাউন নিয়ে নুর তার এলাকা চরবিশ্বাসে পৌঁছান। এদিকে ছাত্ররাজনীতিতে তার এ আশাতীত সাফল্যের কারণে তাকে এক নজর দেখতে কাঠফাটা রোদ উপেক্ষা করেও গণ সংবর্ধনা অনুষ্ঠানে ভিড় করে হাজারো জনতা।