পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

পটুয়াখালীতে শাহীন আহমেদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন। এ মামলার একমাত্র আসামি শাহীন আহমেদ জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে। তিনি সদর উপজেলার হাজিখালী এলাকার মো. সুলতান আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শংকর লাল কর্মকার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট কেবিএম আরিফুল হক টিটু।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালিয়ে পটুয়াখালী শহরের লাহালিয়া খেয়াঘাট থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শাহীন আহমেদকে আটক করে র‌্যাব।

বিজ্ঞাপন

পরে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।