আলোর পথে ফেরা মাদকসেবীরা পেলেন ঈদ উপহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আত্মসমর্পণ করা মাদকসেবীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়, ছবি: বার্তা২৪

আত্মসমর্পণ করা মাদকসেবীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়, ছবি: বার্তা২৪

আত্মসমর্পণ করা মাদকসেবী এবং ব্যবসায়ীদের মাঝে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে পটুয়াখালী সদর থানায় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এসব উপহার সামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন

গত কয়েকদিন থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় আত্মসমর্পণ করা মাদকসেবী এবং ব্যবসায়ীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পুলিশ সুপার মোঃ মাইনুল হাসান তার বক্তব্যে বলেন, ‘অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা এসব মানুষকে আমাদের সমাজে জায়গা করে দিতে হবে। মাদকাসক্তি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করে। এ কারণে মাদক থেকে দূরে থাকতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

বিজ্ঞাপন

পটুয়াখালীতে আত্মসমর্পণ করা ১৫৭ জন মাদকসেবীর মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ, নুডুলস, পেঁয়াজ তেল এবং মসলা বিতরণ করা হয়।