মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জেলে অপহরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে এক টাকা মুক্তিপণের দাবিতে আনছার শেখ নামে এক জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

বৃহস্পতিবার (৬ জুন) দিনগত রাত ৩টার দিকে তাকে অপরহণ করা হয়। আনছার সাতক্ষীরার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে রাতে সুন্দরবনের গহিনে হোগলডাঙ্গা খালে মাছ ধরছিলেন আনছারসহ কয়েকজন জেলে। এসময় দস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে আনছারকে অপহরণ করেন। বাকি জেলেরা এসময় নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।

বাড়ি ফিরে আসা জেলেদের একজন ধুমঘাট গ্রামের আজগর আলী। তিনি জানান, মাছ ধরার সময় অস্ত্রের মুখে আনছারকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করেছে জোনাব-জিয়া বাহিনী।

তবে বুড়িগোয়ালিনী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, জেলে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি।