সাংবাদিক জাকারিয়া মুক্তা মারা গেছেন
সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা (৫২) ব্রেন স্ট্রোক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুন) সন্ধায় মারা যান জাকারিয়া মুক্তা।
সাংবাদিক জাকারিয়া মুক্তা নীলফামারী পৌরসভার মাস্টার পাড়া এলাকার মাওলানা জয়নুল আবেদীনের ছেলে। ব্যক্তিগত জীবনে তার কোনো সন্তান ছিল না।
জাকারিয়া মুক্তার অকাল মৃত্যুর সংবাদে নীলফামারী সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রোববার (৯ জুন) সকালে তার মরদেহ নীলফামারীতে তার নিজ বাসভবনে আনা হবে বলে জানান সাংবাদিক জাকারিয়া মুক্তার বড় ভাই সারোয়ার রহমান মানিক।