৭ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৯ জুন) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে।
এদিকে, পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত টানা ৭ দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ রোববার সকাল থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, গত ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।