পটুয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফুলখালী গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে সাজিম (৩) ও বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মনির হাসানের ছেলে ওমর ফারুক (৪)। সাজিমের ফুপাতো ভাই ওমর ফারুক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ ঘর থেকে সাজিম ও তার ফুপাতো ভাই ওমর ফারুক খেলাধুলা করতে বের হয়। দীর্ঘক্ষণেও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে বিকেল ৩টায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় নিহত শিশুদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।