মাধবপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত ৪০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, ছবি: বার্তা২৪

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, ছবি: বার্তা২৪

হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার পুরাইকলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দুলাই মিয়ার ছেলে পারভেজ মিয়ার সঙ্গে একই গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে বাবু মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অত্যন্ত ৪০ জন আহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

গুরুতর আহতরা হলেন- রুকেয়া খাতুন, নজরুল ইসলাম, মানিক চাঁন, মৌসুমি আক্তার, সাঈফ মিয়া, জামান খাঁ, দুলাই মিয়া, পারভেজ মিয়া, আইয়ুব আলী, মানিক মিয়া, আব্দুর রশিদ ও রহমান মিয়া। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুর চক্রবর্তী জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।