পটুয়াখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
পটুয়াখালীর দুমকি উপজেলায় খালের পানিতে ডুবে রুবেল হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের শেরআলী হাওলাদার বাড়ির পাশে জানের খালে ডুবে তিনি মারা যান।
মৃত রুবেল হোসেন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পারকার্ত্তিকপাশা গ্রামের আবদুর রহমানের ছেলে। তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ জুন) বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রুবেল হোসেন নিখোঁজ হন। সকালে নাস্তা খাওয়ার সময় তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। বুধবার ভোরে খালে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।