নবীগঞ্জে ইটভাটা সিলগালা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটা সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

ইটভাটা সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ ৯ বছর ধরে লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ‘মেসার্স রোমানা ব্রিকস’ নামে একটি ইটভাটাকে সিলগালা করেছে প্রশাসন।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামে ওই ইটভাটা সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন-হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘ ৯ বছর ধরে ‘মেসার্স রোমানা ব্রিকস’ কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন করেনি। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতিও নেই তাদের। ফাঁকি দেওয়া হয়েছে সরকারের রাজস্বও। যা ইটভাটা পরিচালনা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ পরিপন্থি। তাই তাদের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।