গোপালগঞ্জে ৪ গন্ধগোকুল উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত গন্ধগোকুলগুলো। ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত গন্ধগোকুলগুলো। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জে বিরল প্রজাতির ৪টি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ওই প্রাণীগুলোকে গোপালগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোষেরচর মধ্যপাড়া এলাকার একটি তাল গাছে ভিন্ন সুরের প্রাণীর ডাক শুনতে পায় স্থানীয় কয়েকজন কিশোর। পরে তারা ওই তাল গাছ থেকে ৪টি গন্ধগোকুল উদ্ধার করে। এ সময় প্রাণীগুলোকে দেখার জন্য স্থানীয়রা ভিড় জমায়। পরে গোপালগঞ্জ বন বিভাগকে বিষয়টি জানালে তারা আজ দুপুরে গন্ধগোকুলগুলোকে উদ্ধার করে নিয়ে আসে।

বিজ্ঞাপন

পরে গোপালগঞ্জ বন বিভাগ প্রাণীগুলোকে খুলনা বন বিভাগের কাছে হস্তান্তর করে।