মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বজ্রপাতে নিহত কলেজ ছাত্র / ছবি: সংগৃহীত

বজ্রপাতে নিহত কলেজ ছাত্র / ছবি: সংগৃহীত

হবিগঞ্জর চুনারুঘাটে সখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু। অপরদিকে একই উপজেলায় বজ্রপাতে এক কৃষকের একটি মহিষ ও একটি গরু মারা যায়।

শুক্রবার (১৪ জুন) সকালে পৃথক দুটি ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া উপজেলার আলীমনগর গ্রামের সফিক মিয়ার ছেলে ও জাগীপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়। সকালে সুজন মিয়া শখের বসে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একই সময় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল কানাই লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাত ঘটে। এ সময় তার একটি বড় মহিষ ও একটি গরু মারা যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার প্রদান করা হবে।'