ধর্ষণ চেষ্টার অভিযোগে জাপা নেতা রুহুল আমিনের নামে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পা‌র্টির সা‌বেক মহাস‌চিব এ বি এম রুহুল আ‌মিন হাওলাদা‌র, ছবি: সংগৃহীত

জাতীয় পা‌র্টির সা‌বেক মহাস‌চিব এ বি এম রুহুল আ‌মিন হাওলাদা‌র, ছবি: সংগৃহীত

জাতীয় পা‌র্টির (জাপা) সা‌বেক মহাস‌চিব এ বি এম রুহুল আ‌মিন হাওলাদা‌রের বিরু‌দ্ধে ধর্ষ‌ণ চেষ্টার অভি‌যো‌গে মামলা করেছেন এক নারী।

মঙ্গলবার (১৮ জুন) সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি (মামলা নম্বর: ২১৯/২০১৯) করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র মামলাটি গ্রহণ করলেও এখনও কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, এ বি এম রুহুল আমিন হাওলাদার ১০ম জাতীয় সংসদে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। কুয়াকাটায় তার হোটেল মোটেলের ব্যবসা রয়েছে।

বিজ্ঞাপন