পায়রা বিদ্যুৎকেন্দ্রে কর্মপরিবেশ তৈরিতে সময় লাগবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পায়রা বিদুৎকেন্দ্র-ফাইল ছবি

পায়রা বিদুৎকেন্দ্র-ফাইল ছবি

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের কর্ম পরিবেশ তৈরিতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম  চৌধুরী।

তিনি বলেন, এই সময়ে চীনা শ্রমিকরা স্বল্প পরিসরে কাজ করবেন এবং আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আরও জানান, গত কয়েকদিন সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ জুন) থেকে চীনা শ্রমিকরা কাজ শুরু করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পায়রা তাপ বিদুৎকেন্দ্রে প্রায় ১০ হাজার দেশী-বিদেশি শ্রমিক কাজ করে।    

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে গত মঙ্গলবার (১৮ জুন) একজন বাংলাদেশি এবং এক চীনা শ্রমিক নিহত হওয়ার পর থেকে প্লান্টের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।