সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী নাবিলের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

মানসিক প্রতিবন্ধী নাবিল।  ছবি: সংগৃহীত

মানসিক প্রতিবন্ধী নাবিল। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে নাবিল (১৫) নামে এক প্রতিবন্ধী ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় ভালোভাবে কথা বলতে পারে না।

নাবিল বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর উত্তর পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন বাবা-মা।

বিজ্ঞাপন

মা কহিনুর আক্তার বার্তা২৪.কমকে জানান, গত ৬ জুন নাবিল স্থানীয় ময়নামতি বাজারে যায়। এরপর বাজার থেকে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু ১৬ দিনেও তার কোনো সন্ধান পাননি তারা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি হাফপ্যান্ট ছিল।

নাবিল তার নাম, বাবার নাম, ঠিকানা কিছুই বলতে পারে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নাবিলের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৯৬৯-৪৪৫০৩৮।

বিজ্ঞাপন