মহাসড়কের মাঝে বিদ্যুতের ১৪ খুঁটি, মারাত্মক দুর্ঘটনা ঝুঁকি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-খুলনা মহাসড়কের মাঝে  বিদ্যুতের খুঁটি। ছবি: বার্তা২৪.কম

ঢাকা-খুলনা মহাসড়কের মাঝে বিদ্যুতের খুঁটি। ছবি: বার্তা২৪.কম

গত ৬ মাস ধরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের অন্তত ১৪টি খুঁটি রেখেই সড়ক বিভাগের রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঝুঁকিতে রয়েছে এ সড়কে চলাচলকারী যানবাহন।

সড়ক বিভাগ বলছে, খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। আর এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় চৌরাস্তা নির্মাণের কাজ করছে সড়ক বিভাগ।

গত ১৪ ফেব্রুয়ারি সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু গোপালগঞ্জের সড়ক-মহাসড়কের কোথাও খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার উপর খুঁটি রেখেই কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগের ঠিকাদার।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561445379482.jpg

শিডিউল অনুযায়ী এ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সড়ক প্রশস্তকরণ কাজ শেষ পর্যায়ে হলেও রাস্তার মাঝে অন্তত ১৪টি বৈদ্যুতিক খুঁটি থাকায় মারাত্মক দুর্ঘটনা ঝুঁকিতে রয়েছে এ পথে চলাচলকারীরা।

বৈদ্যুতিক খুঁটি সরানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল আলম। তবে, এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মামুনর রশীদ।

হাইকোর্টের নির্দেশনা মেনে দ্রুত খুঁটি অপসারণসহ নিয়ম মেনে উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসীর।