কুমিল্লায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় তিন নাগরিক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া তিন ভারতীয় নাগরিক, ছবি: সংগৃহীত

আটক হওয়া তিন ভারতীয় নাগরিক, ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) বিকালে জেলার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আঙুলখোড় সেরাজুল হক মেম্বারের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ ত্রিপুরার রাজনগর থানার ঘোষখামার ভিল পাড়ার মৃত যোগেন্দ্র ভিলের ছেলে দুলাল (২৬) ভিল, মৃত শ্রীদাম ভিলের ছেলে চন্দন ভিল (৪০) মৃত যীতেন্দ্র সফর মিয়ার ছেলে ঠাকুর চাদ সফর (৩৫)।

নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার মো. ফরিদ বার্তা২৪.কম-কে জানান, চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় তিন নাগরিক শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা আঙুলখোড় সেরাজুল হক মেম্বারের বাড়ির পাশ থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় তিন নাগরিকের নামে মামলা করা হয়েছে বলে সেকেন্ড অফিসার মো. ফরিদ জানান।