বিদ্যুতের খুঁটিতেই লাইনম্যানের মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রজিবুল বিশ্বাস নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার গোবরা গ্রামের মৃত মোস্তাইন বিশ্বাসের ছেলে।
সোমবার (১ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের আওতায় লাইনম্যান হিসেবে সদরের গোবরা গ্রামের মৃত মোস্তাইন বিশ্বাসের ছেলে রজিবুল বিশ্বাস (৩৫) চাকরি করতেন। অফিসের নির্দেশে সোমবার সকালের দিকে যন্ত্রপাতি নিয়ে মরিচপাশা গ্রামের মিরাজ মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।
খুঁটির মাথা (ওপর) থেকে দু’টি তার বিচ্ছিন্ন করার পর বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতেই তার মৃত্যু হয়। লোহাগড়া পল্লী বিদ্যুৎ অফিসের গাফিলতিতে ওই লাইনম্যানের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
বিদ্যুতের গ্রাহক মিরাজ মোল্যা জানান, আমি গত তিন দিন পূর্বে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে মানিকগঞ্জ অফিসে জানিয়েছি। সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক হাজার টাকা দেওয়ার কথা ছিল। সকালে লাইনম্যান রজিবুল এসে সংযোগ বিচ্ছিন্ন করার সময় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের এজিএম গোলাম রব্বানী জানান, রজিবুল আমাদের কোনো কর্মচারী নন। মাঝে মধ্যে সহযোগী হিসেবে কাজ করতো। তবে আজকের কাজের ব্যাপারে আমার কিছু জানা নেই।