বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা, ছবি: বার্তাটোয়েন্টিফোর

দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা, ছবি: বার্তাটোয়েন্টিফোর

বগুড়ায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংর্ঘষে হাফিজুর রহমান (৪০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৪টায় দ্বিত্বীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের জয়বাংলা হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর বগুড়া সদরের কর্নপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোগলা প্রাংয়ের ছেলে। তিনি দুর্ঘটনায় কবলিত ওই অটোরিকশার চালক ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, চারজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত রিকেশাটি মাটিডালী থেকে সাবগ্রাম যাচ্ছিল। জয়বাংলা হাটের দক্ষিণে বিপরীতমুখী একটি খালি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাফিজুর মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক হেলপার পালিয়ে গেছে।’

বিজ্ঞাপন