৩ ঘণ্টায় ১ সে.মি. করে বাড়ছে কুশিয়ারা নদীর পানি
প্রতি ৩ ঘণ্টায় ১ সেন্টিমিটার করে বাড়ছে কুশিয়ারা নদীর পানি। সেই হিসেবে রাতে আরও ৪/৫ সেন্টিমিটার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনটি হতে থাকলে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম।
তিনি বলেন ‘বর্তমানে হবিগঞ্জ অংশে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই হিসেবে রাতে আরও ৪/৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেতে পারে। তবে সব ধরণের নিরাপত্তায় রাতভর কুশিয়ারা তীরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অবস্থান করবেন।’
এদিকে, হবিগঞ্জ শহরের উপর দিয়ে প্রবাহিত খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। শনিবার বিকেল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি না হওয়ায় খোয়াই নদীর পানি কমতে শুরু করে। তবে রাতে উজানে বৃষ্টি হলে আবারও খোয়াই নদীর পানি বাড়তে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য- কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ১০টি গ্রামের কয়েক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।