জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ৭টি উপজেলার ৩৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩৮সেন্টিমিটার বেড়ে সোমবার (১৫ জুলাই) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় ৩৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে রয়েছে ৪৪ হাজার পরিবারের ২ লাখের অধিক মানুষ। পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুরের মাছ, গরুর খাবার, বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় ১৪৫ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরই মধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে অসহায় মানুষদের জন্য ৯০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।