বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবের অভিযানে আটক তিনজন

র‌্যাবের অভিযানে আটক তিনজন

নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৫ জুলাই) সদর উপজেলার চন্ডিবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—বিশ্বজিত সাহা (৫১), কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাস (২৮)।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পান্নি কমান্ডার মেজর শামিম সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563175503706.jpg
এ সময় ওই বাড়ি থেকে ৮টি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গানপাউডার, সার্কিট, ২০টি মোবাইল ও ৫০টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

আটক বিশ্বজিত সাহা দাবি জানান, তার ভাগ্নে রমেন সাহা দীর্ঘদিন যাবত বিস্ফোরক দ্রব্যের ব্যবসা করে আসছিল।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ এর স্পেশাল কমান্ডার মেজর শামিম সরকার বলেন, দীর্ঘদিন যাবদ চক্রটি বোমা তৈরির সরঞ্জামাদি কিনে এনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত। সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে আটক করা হয়। এ সময় রবি বিশ্বাস নামে এক সন্ত্রাসী পালিয়ে যান।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর শামিম সরকার।