জামালপুরে বন্যার পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে চার শিশুসহ এক বৃদ্ধ মারা গেছেন।

রোববার (২১ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সূর্যনগর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার মেয়ে সুজুনী (১১), একই গ্রামের সোলায়মান হোসেনের মেয়ে সাথী (৮) ও মাসুদ মিয়ার মেয়ে মৌসুমী (৮) বাড়ির পাশে বন্যার পানিতে ভেলায় করে খেলতে যায়। ভেলায় খেলার সময় হঠাৎ সেটি উল্টে গেলে পানিতে ডুবে সুজুনী ও সাথী মারা যায়। এ সময় পানিতে ডুবে মারাত্মকভাবে অসুস্থ হয় মৌসুমী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিকেলের দিকে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে আবদুল শেখ (৭০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে আবদুল শেখ তার ঘরের পেছনে বন্যার পানিতে গোসল করতে যান। কিছুক্ষণ পর তার লাশ পানিতে ভেসে উঠে।

বিজ্ঞাপন

অপরদিকে সাধুরপাড়া ইউনিয়নে কুতুবেরচর গ্রামে বন্যার পানিতে ডুবে ইয়াছিন মিয়ার ছেলে স্বাধীন মিয়া (৪) মারা গেছে।

এছাড়া মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে আরাফাত নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে।