সাতক্ষীরায় আ’ লীগ নেতাকে গুলি করে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

নজরুল ইসলামের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নজরুল ইসলামের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর স্টোন ব্রিকস্ এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নজরুল ইসলাম সদরের কুচপুকুর গ্রামের মৃত নিছার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নজরুল বাজার করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কাসেমপুর স্টোন ব্রিকসের কাছে এলে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে স্থানীয়রা সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছেন।

a
স্থানীয়রা সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম



খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

চার বছর আগে তার ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল দুর্বৃত্তরা। বছর দু’য়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন