নীলফামারীতে পৃথক ঘটনায় নিহত ২
নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় এক কৃষক ও স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায় বজ্রপাতে সফি উদ্দিন (৪৬) নামের কৃষকের মৃত্যু হয়েছে। সফি উদ্দিন ওই গ্রামের বছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সফি উদ্দিন বাড়ির পাশে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে নীলফামারী-চিলাহাটি রেলপথে তরনীবাড়ি রেলস্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সবুজ চওড়া বড়গাছা ইউনিয়নের তৃপ্তিপাড়া এলাকার রমানাথ রায়ের ছেলে। সে রংপুর সরকারি কলেজ থেকে এ বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি পুলিশের উপ-সহকারী পরিদর্শক মাসুদ রানা জানান, নীলফামারী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে সবুজ রায়ের মৃত্যু হয়েছে।