জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, খাবারের অভাব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার কমে বুধবার (২৪ জুলাই) সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার ৬২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাতাল মিল, মুরগির খামার, গরুর খাবার, ফসলের মাঠ, নষ্ট হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

বিজ্ঞাপন

জামালপুর-শেরপুরে সড়ক পানিতে তলিয়ে থাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্যা কবলিত এলাকায় ১১২০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/24/1563935899811.jpg

বিজ্ঞাপন

এদিকে পানি কমতে থাকলেও খাবারের অভাব ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

বন্যা কবলিত এলাকায় ৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ৪২ হাজার ৭৩০ জন বানভাসি মানুষ। এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে শিশুসহ ২৯ জন মানুষ।