জামালপুরে ধীরে ধীরে কমছে বন্যার পানি
যমুনা নদীর পানি কমতে থাকলেও জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অল্প কিছু সড়কে স্বাভাবিক যোগাযোগ শুরু করেছে। তবে সড়কের বেহাল দশায় যাতায়াতে ভোগান্তি চরমে।
প্রকৌশলী অধিদফতরের প্রাথমিক তথ্য মতে, জেলার বন্যা কবলিত এলাকায় প্রায় ৪২০ কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ফসলি জমি ২৫ হাজার ৯০০ হেক্টর এবং ৪লাখ ৫০ হাজার গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, পুরো বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১১সেন্টিমিটার কমে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মুরগীর খামার, গরুর খাবার, ফসলেন মাঠ, চাতাল মিল অসংখ্যা ঘরবাড়ি, ইটভাটা, ব্রিজ, কালভাট, ভেঙে পড়েছে সড়ক ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, বন্যায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।
এদিকে, পানি কমতে থাকলেও খাবারের অভাব ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে সড়কের বেহাল দশা এখন দৃশ্যমান।