বাসে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলের সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হানিফ পরিবহন একটি বাসে করে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে হানিফ পরিবহনের বাস থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, বাড়িতে আসার পূর্বেই ইকরাম ডেঙ্গু জ্বরে আক্রান্তের কথা জনিয়েছিলেন। জ্বরের কারণেই তার মৃত্যু হয়েছে।
রুপগঞ্জ হানিফ পরিবহনের ম্যানেজার আকবর মন্ডল জানান, বুধবার রাতে আব্দুল্লাহপুর থেকে নড়াইল যেতে ইকরাম হোসেন হানিফ পরিবহনে ওঠেন। দৌলদিয়া ঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে জানতে চান, জায়গাটি কোথায়। কালনা ফেরিতে এসে বাসের পেছনের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেননি। পরে বুঝতে পেরে পরিবহনের লোকজন বাস নিয়ে নড়াইল সদর থানায় চলে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’
ইকরাম হোসেনের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ‘ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত ইকরাম। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মৃতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’