ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সাভারের ধলেশ্বরী নদীতে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২৮ জুলাই) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।
রোববার বেলা ১১ টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদী থেকে আকাশ (১৮) ও দুপুর ১ টার দিকে বলিয়াপুরের কন্ডা ব্রিজের পাশ থেকে মেহেদী হাসানের (১৭) ও বিকেল ৩ টার দিকে বলিয়াপুর ব্রিজের পাশ থেকে রাজনের (১৭) ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের তিন ছাত্র আকাশ (১৮), মেহেদি (১৭), রাজন (১৭) সাভারের সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা-৪ এর জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, তিনজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর রাজনের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
খোঁজ মেলেনি ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর
ধলেশ্বরীতে আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ