ডেঙ্গু শনাক্তকরণে নড়াইল সদর হাসপাতালে ১৫ কিট
নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণে সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৫টি কিট (ডেঙ্গু শনাক্তকরণে ডিভাইস) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ‘হৃদয়ে নড়াইল’ নামে একটি সংগঠন বিনামূল্যে এ কিটগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন- সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু, ডা. মিনা হুমায়ুন কবীর, হৃদয়ে নড়াইল গ্রুপের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সানোয়ার, সহসভাপতি নাঈমা জব্বারী, কাউন্সিলর শরফুল আলম লিটুসহ সংশ্লিষ্টরা।
নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু জানান, ‘হৃদয়ে নড়াইল’ নামে একটি সামাজিক সংগঠনের কাছ থেকে বিনামূল্যে ১৫টি কিট পাওয়া গেছে। সংগঠনটি আরও ১৫টি কিট বিতরণ করবে বলে জানিয়েছে। কিটগুলো দিয়ে রোগীদের বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি কর্নার করার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর জানান, ডেঙ্গু প্রতিরোধে একটি জরুরি মেডিকেল টিম এবং কন্ট্রোল রুম করা হয়েছে।