'তারুণ্যই পারে অবক্ষয়, অনাচার, পশ্চাৎপদতা রুখতে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের পুলেরঘাট রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী/ছবি: বার্তাটোয়েন্টিফোর

কিশোরগঞ্জের পুলেরঘাট রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী/ছবি: বার্তাটোয়েন্টিফোর

বার্তাটোয়েন্টিফোর.কমের কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ 'বিপন্ন মানবতার সেবায় তরুণ সমাজকে এগিয়ে আসার' আহ্বান জানিয়ে বলেন, 'রক্তদান, বৃক্ষরোপণ, মাদক ও সন্ত্রাস নির্মূলে তারুণ্যের অপার সম্ভাবনাময় ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সুন্দর ও সমাজকে আলোকিত করতে হবে।' 

ড. মাহফুজ পারভেজ বলেন, 'তারুণ্যই পারে অবক্ষয়, অনাচার, পশ্চাৎপদতা রুখতে। তারুণ্যই পারে শুভবোধ ও প্রগতির পথে চলে মানুষ, দেশ ও সমাজের জন্য একবিংশ শতকের বিশ্বায়নের অযুত সম্ভাবনাকে ছিনিয়ে আনতে।' 

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) কিশোরগঞ্জের পুলেরঘাট রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান আলোচকের বক্তব্যে ড. মাহফুজ পারভেজ ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রকোপ কমাতে সামাজিক ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।

ডা. আলী আকবর খান রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আনম নৌশাদ খান। বক্তব্য রাখেন রাজনীতিবিদ অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সমাজসেবক শাহ ইসকান্দার আলী স্বপন, অধ্যাপক বদরুল হুদা সোহেল, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা চলমান ডেঙ্গুর প্রকোপের পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, 'সামাজিক বিপদে সামাজিক শক্তিতে আত্মত্যাগের মাধ্যমে মনুষ্যত্বের বিজয় নিশ্চিত করতে হবে না।'

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও রক্তদানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা।