জামালপুরে বন্যায় সড়ক পথে ব্যাপক ক্ষতি
এবার জামালপুর জেলার ৭ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছিল। এতে পানিবন্দী হয়ে পড়েছিল ১৩ লাখ মানুষ।
চারিদিকে পানি ওঠায় জামালপুর-শেরপুর সড়ক এবং কুড়িগ্রামের দুটি উপজেলায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রেললাইন পানিতে তলিয়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ থাকে।
প্রায় ১০ দিন পানিতে ডুবে থাকায় জেলার সবগুলো উপজেলার সড়ক, সেতু, কালভার্টের ব্যাপক ক্ষতি হয়।
জানা গেছে, বন্যার পানিতে জেলায় প্রায় ৫৯৫টি সড়ক, ২৪৫টি সেতু, ৩০টি কালভার্ট, ৫শ হাট বাজার, রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা।
এককভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব মতে, তাদের অবকাঠামোর ক্ষতির পরিমাণ ৫শ কোটি টাকা।
এদিকে বন্যার পানি কমে গেলেও এখনো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। রাস্তার বেহাল দশার কারণে চলাচল করতে কষ্ট হচ্ছে। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে ও রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রচুর বিপাকে পড়তে হচ্ছে। সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী বলেন, ‘এবারের বন্যায় সড়কে অনেক ক্ষতি হয়েছে। প্রাথমিক বরাদ্দ পেলেই কাজ শুরু করব।’