‘কারও চেহারা দেখে নেতা বানানো হবে না’
কারও চেহারা দেখে নেতা বানানো হবে না, কর্মীবান্ধদেরকেই নেতা বানানো হবে বলে জানিয়েছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা আক্তার।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখার সময় মঞ্চের সামনে নেতাকর্মীর সংখ্যা তেমন উপস্থিতি
না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মাহামুদা আক্তার।
তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন করতে হবে।’
মহিলা আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৯ সালের শেষে দিকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন নেতৃত্ব নিয়ে আমরা ২০২০ সালে মুজিব বর্ষ পালন করব।’
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রমা রনীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসমত আরার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, নাজনীন সুলতানা রোজী, নারীনেত্রী আঞ্জুমান আরা প্রমুখ।