নোয়াখালীতে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন (৬০), নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের দাবি, আমির হোসেন ঢাকায় থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। শনিবার তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে তার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আরো অবনতি হলে রাত একটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, আমির জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ডেঙ্গু পরীক্ষার আগেই তিনি মারা যান। তারপরও পরীক্ষা করে দেখা হবে তিনি কি কারণে মারা গেছেন।

বিজ্ঞাপন