পেটের ভেতরে ২ হাজার পিস ইয়াবা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত মাদক কারবারিরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

চাঁদপুর শহরের খলিশাডুলি এলাকা থেকে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান চাঁদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন। চাঁদপুর জেলা ডিবি অফিস কার্যালয়ে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার নাপিত খালি এলাকার বশির আহম্মদ (৪৮), মহেশখালী উপজেলার খলিফা পাড়ার মো. সৈয়দ নুর (২৮), একই উপজেলার মো. নাজির আহমেদ (২৮), মনিরুল ইসলাম এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিল্লাল হোসেন।

ওসি নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চাঁদপুর শহরের খলিশাডুলি বনবিভাগ সড়কের পাশে অবস্থিত মৃত ডা. নুরুল হকের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি বিল্লাল হোসেনের বাসায় অভিযান চালানো হয়। দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ওই আসামিদের গ্রেফতার করা হয়। পরে বশির আহম্মদের পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় ইয়াবার ৫০টি প্যাকেট উদ্ধার করা হয়। ওই সব প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা ছিল। যার মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।