ম্যাবের নতুন সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র কামাল আহমেদ 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ছবি: সংগৃহীত

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ছবি: সংগৃহীত

মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব’র সভাপতি নির্বাচিত হয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

ম্যাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী সভাপতি দেওয়ান কামাল আহমেদকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং নতুন সভাপতি হিসেবে মেয়র কামাল রোববার (২৫ আগস্ট) থেকে তার দায়িত্বভার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সারাদেশের সকল পৌরসভার মান উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব নির্বাচিত ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

উল্লেখ্য যে, বাংলাদেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব গঠিত। ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে পৌরসভার উন্নয়ন প্রকল্পে ১১টি রিজিওনে কাজ করে আসছে ম্যাব।

বিজ্ঞাপন