৭ দিনে না.গঞ্জে পরিবহন শৃঙ্খলা ফেরানো সম্ভব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জে ৭ দিনের মধ্যেই পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ পুলিশ ফুটপাত দখলমুক্ত করা ও ভূমিদস্যুসহ সকল অন্যায়কে রুখে দিয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে। আপনাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সচেতন হতে হবে। অন্যান্য জেলার চেয়ে এই জেলার গুরুত্ব বেশি। এখানে পুলিশ ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ হলে ৭ দিনের মধ্যেই পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন