শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রিফাত মিয়া (৮) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরিষাপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত স্কুল শিক্ষার্থী ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত মিয়া খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাড়ির পাশেই রিফাতের চাচা আলফাজ মিয়ার মুরগির খামার রয়েছে। খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে আলফাজ মিয়া সম্প্রতি বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার আগে রিফাত তার মাকে ভাত দেয়ার কথা বলে চাচার মুরগির খামারের কাছে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মোতালেব চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।