বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১ জেলে উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে নিখোঁজ ১১ জেলেকে দুবলার চর এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাসমান অবস্থায় তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের মুখে ডুবে যায় ট্রলারটি।

বিজ্ঞাপন

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় মাছ ধরার সময় বাতাসের গতিবেগ বেড়ে গেলে ঢেউয়ের মুখে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা ট্রলারগুলো দুই জেলেকে উদ্ধার করলেও ট্রলারে থাকা বাকি ১১ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ৯টার দিকে দুবলার চর এলাকা থেকেই বাকী জেলেদের জীবিত উদ্ধার করে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা।

বিজ্ঞাপন