নড়াইলে নাজমুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি
নড়াইলের লোহাগড়ায় নাজমুল শেখ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল-লক্ষিপাশা সড়কের বসুপটি বাসস্টান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা আতিরন বেগম, নিহতের স্ত্রী আন্না বেগম, স্থানীয় কোবাদ হোসেন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘নড়াইলের লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামের নাজমুল হোসেনকে হত্যার ঘটনায় প্রায় তিনমাস হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।' মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকাররম হোসেন বলেন, ‘মামলাটির তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামের নাজমুল হোসেনকে গত ১৬ জুন রাতে হত্যা করে মরদেহ ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে ৩জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি।