নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ
প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামীণ দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ৬০টি সেলাই মেশিন বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এই সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এডিবির সাধারণ বরাদ্দকৃত অর্থে (২০১৮-১০১৯ অর্থবছর) গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। নীলফামারী জেলা পরিষদ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সচিব ড. সাইফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, পরিষদ সদস্য মাহাবুব জর্জ, সাইদুর রহমান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়’ নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা, চাপড়া, সংগলশী, সোনারায়সহ বেশ কয়েকটি ইউনিয়নের ৬০ জন নারীকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।