সড়কে যাত্রী হয়রানি, ৩ বাসকে জরিমানা
যাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তিনটি বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাহবুবুর রহমানের নেতৃত্বে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মাহবুবুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বরিশাল থেকে কুয়াকাটার কথা বলে যাত্রী তুলে। পরে পটুয়াখালীতে নামিয়ে দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করত। এর অভিযোগে তিন বাসকে জরিমানা করা হয়।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী বাস মালিক সমিতির প্রশাসক নুরুল হাফিজ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক আসেন। অসাধু বাস শ্রমিকরা যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। যাত্রীদের অভিযোগে তিনটি বাসকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।