বন্ধের নির্দেশের পরও চলছে গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার

  • মাজেদুল হক মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার

গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রায় দেড় মাস আগে। দুই দিন বন্ধ থাকার পর নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ ও জনমনে ক্ষোভ দেখা দিলেও প্রশাসন কার্যত নিরব দর্শকের ভুমিকা পালন করছে।

গত ২৩ সেপ্টেম্বর মেহেরপুর সিভিল সার্জন ডা: শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করেছিল। আবেদনটি অসম্পূর্ণ হওয়ায় পেন্ডিং রয়েছে। ফলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। “দি মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। প্রতিষ্ঠানটি বিধিবহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় জনস্বার্থে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এই নির্দেশনাপত্র প্রাপ্তির পর ২৩ জুলাই প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নেয়। তবে কয়েকদিন প্রতিষ্ঠানটি তালাবদ্ধভাবে থাকলেও আবার তা চালু করে কর্তৃপক্ষ। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছে।

এ বিষয়ে মেহেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: অলোক কুমার দাস বলেন,  স্বাস্থ্য বিভাগের কঠোর নির্দেশ অমান্য করেই বেআইনিভাবে গাংনী সনো ডায়াগনস্টিকর কার্যক্রম চলছে।  জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে পত্র প্রদান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। সেখানে দক্ষ টেকনিশিয়ান ও ফিজিশিয়ান ছাড়াই রিপোর্ট দিচ্ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে পত্র ও মৌখিকভাবে অবহিত করার পরেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না।  

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে কীভাবে এ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাচ্ছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সমালোচনা চলছে বিভিন্ন মহলে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে গোপনে ম্যানেজ করেই তারা কার্যক্রম চালাচ্ছে কী না তা খতিয়ে দেখারও দাবি উঠেছে।  

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর ভুল রিপোর্ট দেওয়ার প্রতিবাদ করায় গেল ২১ জুলাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এমকে রেজার ওপর গাংনী সনো ডায়গস্টিক সেন্টারের মালিক বিজয় ও তার লোকজন হামলা করে।  এ ঘটনায় স্থানীয় মানুষ ও হাসপাতালে কর্মরতদের প্রতিবাদের মুখে বিজয়কে গ্রেফতার করে পুলিশ। জামিনে মুক্ত হয়ে তিনি আগের মতোই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে বলে জানা গেছে।