নবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নবাবগঞ্জ দোহার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ঢাকার নবাবগঞ্জের গালিমপুর মিয়াহাটি এলাকার আলাউদ্দিনের স্ত্রী নাজমা বেগম (৫০) এবং বাকবিবিচর এলাকার, মৃত খেপো মন্ডলের পুত্র নিরাঞ্জন মন্ডল(৮০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২টায় উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় একটি মালবাহী ট্রলির চাপায় নাজমা বেগম নিহত হন। অন্যদিকে, কলাকোপা ইউনিয়নের পানালিয়া-হারভাঙ্গা এলাকায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে বেলা ১১টায় নিরাঞ্জন মন্ডলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানায়, গুরুতর অবস্থায় নাজমা ও নিরাঞ্জনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের অনুমোদনহীন পরিবহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও যানজটের কবলে পড়তে হয় পথচারী এবং পরিবহন যাত্রীদের। এ বিষয়ে আমাদের পুলিশ বাহিনী উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক কাজ করছে।