পাঁচ দিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নাব্যতা সংকট কেটে যাওয়ার পর আবারও ফেরি চলাচল শুরু, ছবি: সংগৃহীত

নাব্যতা সংকট কেটে যাওয়ার পর আবারও ফেরি চলাচল শুরু, ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে আবারও চালু হয়েছে ফেরি চলাচল। এর আগে তীব্র স্রোত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেলের মুখে পলি পড়ে নাব্যতা সংকটের কারণে গত রোববার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ ছিল ফেরি চলাচল।

এ রুটে চলাচলকারী ১৮টি ফেরির মধ্যে দুপুর সাড়ে ১২টায় 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' ও ‘কাকালী' নামের দুটি ফেরি চলাচল শুরু করে। গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এখনো প্রায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে চলাচল উপযোগী দুইটি ফেরি পরীক্ষামূলকভাবে ছাড়া হয়। পরে আরও ৩টি বড় ফেরি পারাপারের জন্য সংযুক্ত করা হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা জানান, দুপুর সাড়ে ১২টায় ২টি ফেরি পরীক্ষামূলকভাবে ছেড়ে গেছে। এখন চ্যানেলটি ফেরি চলাচল উপযোগী হওয়ায় বাকি ফেরিগুলো সিরিয়াল করা হচ্ছে। তবে ঘাটে এখনো কিছু যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন