নাশকতার পরিকল্পনা, শিবিরের ২০ নেতাকর্মী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃতদের প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

আটককৃতদের প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিজয় দিবসকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করার সময় শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ভাদুঘর এলাকার আল হেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি ও পোস্টার উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন
উদ্ধারকৃত জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি ও পোস্টার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ১৬ ডিসেম্বরকে সামনে রেখে জেলা শহরে নাশকতা করার জন্য গোপন মিটিং করছিল শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। সকালে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাদুঘরের আল হেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি ও পোস্টারসহ শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়।