বগুড়ায় ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বুধবার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা

বুধবার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বগুড়ার সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান।

বিজ্ঞাপন

মামলায় গ্রেফতারকৃত ২৫ জনসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশে ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের আগে বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ১১ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (১ জানুয়ারি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহীদ খোকন পার্কে সমবেত হয়। সেখানে নেতাকর্মীরা জুতা স্যান্ডেল পায়ে শহীদ মিনারে উঠে। পুলিশ তাদেরকে শহীদ মিনার থেকে সরে যেতে বললে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ আহত হন।

আরও পড়ুন:বগুড়ায় ছাত্রদলের হামলায় চার পুলিশ আহত, আটক ১৪