রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে
রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়ার ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম ওই নির্দেশ দেন।
গত বছরের ১৩ নভেম্বর এক রোহিঙ্গা নারী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার, জন্ম তারিখ ১০ জুন ২০০০, দেখিয়ে একটি নাগরিক সনদ, জন্মসনদ নিয়ে পাসপোর্ট ফরম দাখিল করতে গিয়ে আটক হন।
এ ঘটনায় সহযোগিতার দায়ে রেজাউল করিম এবং পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়িত করার অপরাধে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মনোয়ার হোসাইন এবং জন্মসনদ প্রধান করায় দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানসহ ৪ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
পরে চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিনে আসেন। জামিন শেষ হয়ে যাবার পর বুধবার কোটে শুনানিতে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।