চুনারুঘাট সীমান্তের ‘ত্রাস’ শাহীন আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শাহীন, ছবি: সংগৃহীত

পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শাহীন, ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তের ত্রাস হিসেবে পরিচিত শাহীন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল খাশপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, আটক শাহীনের বিরুদ্ধে মাদক, গরু চুরি, ডাকাতি ও লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও মাদক, গরু চুরি ও পাচারসহ তার বিরুদ্ধে বেশ কয়েক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

তিনি বলেন, শাহীন একজন খারাপ প্রকৃতির লোক। তার ভয়ে সীমান্ত এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। সে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সীমান্তের ওপার থেকে গরু ও মাদকের চালান আনাই ছিল তার প্রধান কাজ।

বিজ্ঞাপন