মায়ের বেদম পিটুনিতে মেয়ের মৃত্যু!
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে মারিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে সানোখালী গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারিয়া আক্তার ওই এলাকার মানিক হোসেনের মেয়ে। সে স্থানীয় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা বলছেন, ‘মা’ মনি বেগমের পিটুনিতে মারিয়ার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তারা মা মনি আক্তার ও তার বাবা মানিক হোসেন থানায় আনা হয়েছে।
প্রতিবেশীরা জানান, মারিয়ার মা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরের প্রায় সকল কাজই মারিয়াকে করতে হতো। তার ওপর মারিয়ার মা মনি বেগম বদমেজাজি ছিলেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তার মা মারিয়াকে নাস্তা তৈরি করতে বলেন। মারিয়া পারবে না বললে একটি লাঠি দিয়ে মারিয়াকে পেটাতে থাকেন মা। একপর্যায়ে মাথায় আঘাত লেগে মারিয়া অচেতন হয়ে পড়লে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রীর মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।